




সোশ্যাল মিডিয়ায় আবার নতুনভাবে নতুন রূপে দেখা মিলল ভুবন বাদ্যকরের। ইতিমধ্যেই ভুবন বাদ্যকরকে চেনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর পঞ্চায়তের কুরালজলি গ্রামের বাসিন্দা।





সিটি গোল্ডের চুরি, চেন, বালা ভাঙ্গা মোবাইল, পায়ের মলের বিনিময়ে বাদাম বিক্রি করে থাকেন তিনি। আর সেই বাদাম বিক্রি করতে করতেই গানও ফেঁদে ফেলেন। যা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডে পরিনত হয়েছে। অবশ্য এরপরেও বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন রিমেকও বানিয়েছেন তাঁর গানকে।





হিরো আলম, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী তিনিও এর হিন্দি ভার্সন করেছেন। এছাড়াও রানাঘাটের রানু মন্ডল এই বাদাম গানের আসক্তি থেকে মুক্তি পাননি। তিনি তাঁর মত করে গেয়েছেন বাদাম।










এত কিছুর পরেও ভুবন বাধ্য করো আর থেমে থাকতে পারেনি, তাই এবার নিজের গানের রক ভার্শন গেয়ে ফেললেন। যাতে নিজেকে আমূল পরিবর্তনই করে ফেললেন।নতুন ভার্সনে নেচে গেয়ে মাতিয়ে দিয়েছেন ভুবন।কচিকাচাদের সাথে নেচে নেচে গাইলেন বাদাম। আমার তা নিমেষে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ার পেজে।




