




সুধা চন্দ্রন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ। তিনি নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা আজ এই পর্যায়ে আসতে পেরেছেন। তিনি টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করে থাকেন। তিনি প্রধানত নেগেটিভ চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সুধা চন্দ্রন ভারতীয় টেলিভিশন এর বিখ্যাত ধারাবাহিক “কাহি কিসি রোজ” এ রমোলা সিকন্দ এর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও হিন্দি টেলিভিশনের কুইন একতা কাপুরের বিখ্যাত ধারাবাহিক “নাগিন” এ যামিনীর চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দিয়েছেন।





এই চরিত্রে তার অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে বাস্তব আর পর্দার মাঝখানের দূরত্ব দর্শকেরা ভুলেই গেছিলেন। সুধা চন্দ্রন বরাবরই তার অভিনয়ের জন্য চর্চায় উঠে আসেন। সম্প্রতি তার নাম আবার চর্চায় উঠে এসেছে। আজ আমরা সেই নিয়েই কথা বলব। সুধা চন্দ্রন এর একটি এয়ারপোর্ট ভিডিও খুব দ্রুত হারে ভাইরাল হচ্ছে ভিডিওটিতে এয়ারপোর্টে হওয়া অসুবিধা নিয়ে কথা বলেছেন তিনি। আসলে সুধা চন্দ্রন মাত্র 17 বছর বয়সে একটি অ্যাক্সিডেন্টে নিজের এক পা হারান।





এই এক্সিডেন্ট এর পর তার জীবনে আমূল পরিবর্তন আসে। মাত্র তিন বছর বয়স থেকে নাচের সাথে যুক্ত তিনি। জীবনের অপরিহার্য অংশ হলো নাচ। পা হারিয়ে সেই নাচের থেকেই তাকে দূরে যেতে হচ্ছিল। কিন্তু তিনি হার মানেননি। এই প্রতিকূল অবস্থা কে কাজে লাগিয়ে তিনি নকল পা দিয়ে আবার হাঁটতে শেখেন। ভালোভাবে হাঁটতে শেখার পর তিনি আবার অভিনয় জগতে ফিরে আসেন। এরপর আবার ধীরে ধীরে নাচও শুরু করেন তিনি।





এহেন সুধা চন্দ্রনের শুটিংয়ের জন্য প্লেনে করে কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু এয়ারপোর্ট চেকিং এর সময় তাকে প্রস্থেটিকস খোলার কথা বলা হয়। যার ফলে সুধা চন্দ্রন কে ভীষণ অসুবিধায় পড়তে হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর অবশ্য এয়ারপোর্ট অথরিটি থেকে সুধা চন্দ্রন এর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। কিন্তু এই অসুবিধার যাতে আর সম্মুখীন না হতে হয় তাই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি। জানিয়ে রাখি নব্বইয়ের দশকে সুধা চন্দ্রন খুবই বিখ্যাত একজন অভিনেত্রী ছিলেন।




