




সুপারস্টার শাহরুখ খান আজ নিজের প্রচেষ্টায় বলিউডের “কিং খান” হতে পেরেছেন। থিয়েটার থেকে নিজের কেরিয়ার শুরু করা শাহরুখ খান আজ বলিউডের হাই পেড অভিনেতাদের মধ্যে অন্যতম। এহেন শাহরুখ খানের বড়ো ছেলে আরিয়ান খান কে ড্রাগস্ নেওয়ার অপরাধে এনসিবি গ্রেফতার করেছে। এই খবর সামনে আসার পর থেকেই অনেকে শাহরুখ খানের প্যারেন্টিং নিয়ে প্রশ্ন তুলছেন।





জানিয়ে রাখি এনসিবি দ্বারা গ্রেফতার হওয়া সত্বেও শাহরুখ খানের ছেলে হওয়ায় আরিয়ানকে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। শাহরুখ খান তার ছেলেদের ও মেয়েকে উচ্চমানের লাইফস্টাইল দিয়ে থাকেন। জানিয়ে রাখি আরিয়ান খান এই মুহূর্তে কোনো কাজ করেন না, তার সব রকম প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় খরচ শাহরুখ খান দেন। মুম্বাইতে আরিয়ান খানের নামে একটি 200 কোটি টাকার বাঙলো আছে।





যেখানে সুইমিং পুল, জিম, থিয়েটার রুম সব আছে। এছাড়াও লন্ডনে 802 কোটি টাকার আর একটি বাড়ি আছে আরিয়ানের নামে। এইসবই বাবার থেকে পেয়েছে আরিয়ান। আরিয়ানের গাড়ির খুব শখ। তার কাছে BMW 730Li, BMW 650Li, বেন্টলী অজুরে রোলস্ রোয়ে ঘোস্ট, বুগাটি বিরোন এর মতো গাড়ি আছে। একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় আরিয়ান তার পকেট মানি হিসেবে 15 কোটি থেকে 20 কোটি টাকা পেয়ে থাকে।





অপরদিকে শাহরুখ খানের সম্পত্তি সম্পর্কে বলতে গেলে 600 মিলিয়ন ডলারের মালিক তিনি। যা ভারতীয় মুদ্রায় 40 আরব টাকা। সম্প্রতি মুম্বাই থেকে গোয়া যাওয়া এক জাহাজে ড্রাগস পার্টি করার সময় ধরা পড়ে সে। বর্তমানে জেলে আছে আরিয়ান। আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার জন্য শাহরুখ খান দেশের নামকরা উকিল সতীশ মান শিন্দেকে হায়ার করেছেন। কিন্তু যদি আরিয়ান দোষী প্রমাণিত হয় তবে 1 বছরের জেল হতে পারে তার। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন।




