




হিন্দি সিনেমা জগতের অভিনেতা ববি দেওল সম্প্রতি 25 তম বিবাহ বার্ষিকী পালন করলেন। তিনি 1996 সালের 30 শে মে তানিয়া দেওলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই উপলক্ষে ববি দেওল তার অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্ট থেকে 4 টি ছবি পোস্ট করেছেন। এই ছবি তার অনুগামীদের বেশ ভালোও লেগেছে। তার দেওল দম্পতিকে শুভেচ্ছাও জানাচ্ছেন।





এই ছবিগুলিতে ইতিমধ্যে 84 হাজারের বেশি লাইক পড়ে গেছে। বলিউডের অন্যান্য তারকারাও দেওল দম্পতির বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভকামনা জানিয়েছেন। হুমা কুরেশী হার্ট ইমোজি সহ লিখেছেন “হ্যাপি এনিভার্সিরি। প্রীতি জিন্টা, বৎসল শেঠ, চাঙ্কি পাণ্ডে, ক্রিকেটার সুরেশ রায়না সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। আপনাদের জানিয়ে রাখি ববি দেওলের স্ত্রী কোনো বলিউড হিরোইনের থেকে কম সুন্দরী নন।





তিনি একজন সফল বিজনেস ওম্যান। বর্তমানে দেওল দম্পতি দুই ছেলের মা। বড়ো ছেলে আর্যমানের বয়স 21 বছর এবং ছোটো ছেলে ধরমের বয়স 14 বছর। তানিয়া দেওল সর্বদা লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ করেন। তার “গুড আর্থ” নামক একটি ফার্নিচার ও হোম ডেকরের স্টোর আছে। এছাড়াও তিনি ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজও করেন।





ববি দেওলের প্রথম ফিল্ম “বরসাত” এর সময় থেকেই তানিয়ার সাথে তার সম্পর্ক। মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে প্রথমবার ববি তানিয়াকে দেখেন এবং প্রেমে পড়ে যান। এরপর ববি দেওল তানিয়ার সাথে বন্ধুত্ব করেন এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। তানিয়া লাইমলাইট থেকে দূরে থাকলেও বহুবার তানিয়াকে ববি দেওলের সাথে বিভিন্ন পার্টি ও ইভেন্টে দেখা গেছে।




