




বলিউডে এমন বহু অভিনেত্রী আছেন যাদের অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেও মাতোয়ারা হয়েছেন দর্শকেরা। এমনই এক অভিনেত্রী ছিলেন মীনা কুমারী। মীনা কুমারীকে বলিউডের ট্র্যাজেডি কুইনও বলা হয়ে থাকে। আজ আপনাদের তার জীবনের কালো সময়ের কথা বলব। মীনা কুমারী 1 লা আগস্ট 1933 সালে মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।





জন্ম থেকেই তিনি দুঃখের মধ্যে সময় কাটিয়ে এসেছেন। মীনা কুমারী পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মাত্র 7 বছর বয়সেই তাকে বলিউডে পা রাখতে হয়। মাত্র 19 বছর বয়সে নির্দেশক কামাল আমরোহীর সাথে বিয়ে হয় মীনার। কিন্তু তাদের বিয়ে তৎকালীন সময়ে চর্চায় ছিল।





পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। আসলে একবার রাগে কামাল তিনবার তালাক বলে মীনার সাথে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু পরে যখন কামালের রাগ কমে যায়, তিনি আবার মীনাকে বিয়ে করতে চান। কিন্তু কামালের সাথে পুনরায় সম্পর্ক শুরু করার জন্য মীনা কুমারীকে “হালালা” র সম্মুখীন হতে হয়।





আসলে মীনা কুমারীকে অন্য পুরুষকে বিয়ে করতে হয় এবং তার সাথে “তালাক” নেওয়ার পরই কামালকে পুনরায় বিয়ে করতে পেরেছিলেন। মীনা দ্বিতীয় বিয়ে করেছিলেন অমন উল্লাহ খানকে। এই “হালালা” র কারণে মীনা মানসিক ভাবে ভেঙে পড়েন এবং ম’দ খাওয়া শুরু করেন। এই জন্য 1972 সালের 31 শে মার্চ মাত্র 39 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।




