




বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মোটামুটি সব জিনিসই অনলাইনে পাওয়া যায়। তা সে ছাতা হোক বা কাঁথা, আবার জামা-প্যান্ট হোক বা শাড়ি। এখন তো মোবাইল, সাজার জিনিস, ওষুধ এমনকি মাসকাবারির সব জিনিসই অনলাইনে সহজেই পাওয়া যায়। বহু সেলিব্রিটিরা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে তা সকলেই কম বেশি জানেন। এবার সেই লিস্টে যুক্ত হয়েছে টলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা দিদি নং 1 এর হোস্ট রচনা ব্যানার্জি।





বেশ কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন চমকের কথা জানিয়েছিলেন তার অনুগামীদের। এবার সেই নতুন চমক নিয়েই হাজির হলেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে শাড়ি বিক্রি করতে দেখা গেছে তাকে। জানিয়ে রাখি ফেসবুক লাইভের এইরকম ব্যবহার করে অনেকেই বিভিন্ন জিনিস বিক্রি করে থাকেন। অনেকেরই দোকানঘর নেওয়ার মত সামর্থ্য থাকে না বা দোকানের জন্য লাইসেন্স পেতে অসুবিধা হয়।





তারা কিন্তু এই পন্থার কথা ভেবে দেখতে পারেন। রচনা ব্যানার্জিকে শাড়ি বিক্রি করতে দেখে প্রথমে অনেকে অবাক হলেও এখন এই নিয়ে রোষের মুখে পড়েছেন রচনা ব্যানার্জি। অনেকের মতেই রচনা ব্যানার্জির মতো তারকারা অনলাইনে ব্যবসা শুরু করলে বহু দোকানদার ও অনলাইন ব্যবসাদারদের লোকশান হবে। আবার কেউ কেউ বলছেন রচনা ব্যানার্জি 1000 টাকার শাড়ির দাম অহেতুক 2000, 3000 টাকা এমনকি 4000 টাকাও রেখেছেন।





এই ধরনের কটাক্ষের পর একদল বলছেন যারা শাড়ি কেনে বা শাড়ি কিনতে পছন্দ করেন তারা যথেষ্ট ভেবে চিনতে দরদাম করেই কিন্তু কেনেন। তাই অহেতুক বেশি দাম হাকালেই যে তারকা হওয়ার দরুণ মানুষ তার থেকেই সে শাড়ি কিনবে তা কিন্তু নয়। আবার অনেকে বলেছেন কোলকাতায় গিয়ে শাড়ি কেনা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই যদি কোলকাতার নামকরা তাঁতিদের শাড়ি অনলাইনে পাওয়া যায় তাতে ক্ষতি কী? এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না।




