




ক্রিকেট এমন একটা খেলা যা ভারতের ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছে। খুব কমই এমন মানুষ আছেন যাদের ক্রিকেট পছন্দ নয়। ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। “ক্যাপ্টেন কুল” নামে প্রসিদ্ধ প্রাপ্ত এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপ ও টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করেছেন। বর্তমান সময়ে মহেন্দ্র সিং ধোনি এক পরিচিত নাম।





আমরা মহেন্দ্র সিং ধোনিকে দল নায়ক হিসেবে দেখেছি কিন্তু আপনারা কি জানেন তিনি একজন ডেডিকেটেড ফ্যামিলি ম্যান? আজ আমরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে বলবো না, বলবো একজন ফ্যামিলি ম্যান এর ব্যাপারে। মহেন্দ্র সিং ধোনি বরাবরই লাইমলাইট থেকে দূরেই থাকেন। তার বিয়ের আগে পর্যন্ত সাক্ষী ধোনি কে কেউ চিনতেন না। সাক্ষী ধোনি মহেন্দ্র সিং ধোনির স্ত্রী।





3 রা জুলাই দেরাদুনের একটি হোটেলে তাদের এঙ্গেজমেন্ট হয় এবং 4 ঠা জুলাই 2010 এ তারা সাত পাকে বাঁধা পড়েন। তাদের বিয়েতে খুব কম মানুষকেই আমন্ত্রণ করা হয়েছিল। সেদিন উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা, কিছু আত্মীয় স্বজন এবং খুব কাছের বন্ধু-বান্ধব। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি দেরাদুনের বেলহেম থেকে স্কুল পাস করেন।





এরপর ঔরঙ্গাবাদ এর ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে ডিগ্রি লাভ করেন। সাক্ষীর কলকাতার তাজ বেঙ্গল হোটেলে প্রথম ডিউটি পরে। সেখানেই প্রথম মহেন্দ্র সিং ধোনির সাথে তার আলাপ হয়। আসলে সেইবার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছিল।





আর ভারতের ক্রিকেট টিম কলকাতার বিখ্যাত তাজ বেঙ্গল হোটেলে স্টে করেছিলেন। সেখানেই এক বন্ধুর মাধ্যমে প্রথম আলাপ হয় তাদের। মহেন্দ্র সিং ধোনি সাক্ষীকে দেখে তার প্রেমে পড়ে যান। বর্তমানে তাদের একটি 5 বছরের মেয়ে আছে, নাম জিবা। যাকে মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরা ভীষণ ভালোবাসেন। সাক্ষী ধোনি মাঝে মাঝেই মেয়ের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটিভ থাকেন।




