




“বিগ বস 13” এর উইনার সিদ্ধার্থ শুক্লা গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ছোটপর্দার অভিনেতা সিদ্ধার্থের মৃ’ত্যু’র খবর শুনে তাঁর অনুগামীরা ভীষণভাবে অবাক হয়েছেন। তাঁর মৃ’ত্যু’র কারণ শুনলে অনেকেই আশ্চর্য হতে পারেন। মাত্র 40 বছর বয়সে তিনি হার্ট অ্যাটাকের কারণে মা’রা গেছেন। শুক্রবার সকালে তিনি বুকে ব্যথার কথা বলেন কিন্তু সেই সামান্য ব্যথা যে তাঁকে মৃ’ত্যু’র মুখে ঠেলে দিতে পারে তা কেউই আন্দাজ করতে পারেননি।





অভিনেতা সিদ্ধার্থ “বিগ বস 13” জেতার পাশাপাশি “খাতরো কে খিলারী সিজন 7” এর বিজয়ী ছিলেন। কালার্স এর বিখ্যাত ধারাবাহিক “বালিকা বধূ” র শিব চরিত্রের মধ্যে দিয়ে তাঁর এন্টারটেনমেন্ট জগতে নাম অর্জন করার সূত্রপাত ঘটে। “বিগ বস 13” শাহনাজ গিল নামে একজন কো কনটেসটেন্ট এর সাথে তাঁর নাম জড়িয়েছিল। তাঁদের কেমিস্ট্রি দর্শকদের এত ভাল লেগেছিল যে তাঁদের একসাথে #সিডনাজ বলে তাঁরা সম্বোধন করতেন।





সিদ্ধার্থের মৃ’ত্যু’র পর ভেঙ্গে পড়তে দেখা গেছে সর্বক্ষণ হাস্যজ্জল শাহনাজ কে। একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে মৃ’ত্যু’র এক রাত আগে সিদ্ধার্থ তাঁর বিএমডব্লিউ চালিয়ে যখন বাড়িতে আসেন তাঁর গাড়ির কাঁচ তখন ভাঙ্গা ছিল। তাঁর গাড়ির অবস্থাও খুব একটা ভালো ছিলনা। তাই অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো মৃ’ত্যু’র আগে কারোর সাথে ঝামেলা নিয়ে চিন্তায় ছিলেন সিদ্ধার্থ। কারণ কোনো রকম শারীরিক অসুস্থতা তাঁর আগে ছিলনা।





হঠাৎই বুকের ব্যথা হয় যে কারণে তিনি ওষুধ খেয়ে রাতে ঘুমাতে যান কিন্তু পরের দিন সকালে তিনি আর উঠতে পারেননি। এরপর তাঁকে মুম্বাইয়ের বিখ্যাত কুপার হাসপাতলে নিয়ে যাওয়া হলে মৃ’ত বলে ঘোষণা করা হয়। ডাক্তারদের মতে সকাল 10:30 নাগাদ তার মৃ’ত্যু ঘটেছে। এরপর থেকেই তাঁর অনুগামীরা, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবেরা ভেঙে পড়েছেন। মৃ’ত্যু’র পর তাঁর পো’স্ট’ম’র্টে’ম করা হলে জানা যায় তিনি হার্ট অ্যাটাকের কারণেই মা’রা গেছেন। অভিনেতা সিদ্ধার্থের মৃ’ত্যুতে’ আমরা ভীষণভাবে মর্মাহত। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।।




