




আশি ও নব্বইয়ের দশকে জনি লিভারের নাম উল্লেখযোগ্য। মনে করা হয় ভারতের প্রথম স্ট্যান্ডআপ কমেডিয়ান তিনি। 14 ই আগস্ট 1957 সালে জনি লিভারের জন্ম হয় অন্ধ্রপ্রদেশে। এক নিম্নবিত্ত পরিবারে জন্মানো জনি লিভার ছোট বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নেন। এই কারনে তার বেশি দূর পড়াশোনা হয়নি। পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করার জন্য তিনি পেন বিক্রি করতেন। যাতে তার পেন সহজেই বিক্রি হয়ে যায় তাই তিনি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নেচে নেচে পেন বিক্রি করতেন।





জনি লিভার বলিউডে প্রবেশ করার আগে হিন্দুস্তান লিভার এ কর্মরত ছিলেন। এখান থেকেই তার নাম জনি লিভার হয়। জনি লিভারের আসল নাম জন প্রকাশ রাও জনুবালা। জনি লিভার সাড়ে তিনশ’রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 13 টির বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। জনি লিভার না কেবল একজন ভালো কমেডিয়ান তার পাশাপাশি তিনি উচ্চ দরের মিমিক্রি আর্টিস্টও। বলিউডে ডেবিউ করার আগে তিনি স্টেজ শো করতেন। এমনই এক শো তে সুনীল দত্ত তাকে প্রথমবার দেখেন।





জনি লিভারের কাজ সুনীল দত্তের পছন্দ হলে তিনি তাকে সরাসরি একটি সিনেমার অফার করেন। এরপর জনি লিভারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তৎকালীন সময়ে জনি লিভার কে খুব ব্যস্ত অভিনেতা হিসেবে ধরা হতো। বড় বড় অভিনেতাদের যেখানে বছরে খুব বেশি হলে তিন থেকে চারটি সিনেমা রিলিজ হয়ে থাকে সেখানে জনি লিভারের 2000 সালে 25 টি সিনেমা রিলিজ হয়েছিল। এই কথাটি খুব কম জনই জানেন যে একবার জনি লিভার কে পুলিশি হেফাজতে থাকতে হয়। তার ওপর জাতীয় পতাকার অপমানের কেস দায়ের করা হয়েছিল। যদিও তারপর এই কেস খারিজ হয়ে যায়। কিন্তু তাও তাকে সাতদিন পুলিশি হেফাজতে কাটাতে হয়েছিল।।




