




চলতি বছরের ফেব্রুয়ারি তে করিনা কাপুর দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সাইফি না তাদের প্রথম সন্তানের নাম দিয়েছিলেন তাইমুর আলি খান যা ছিল অনেক বড় কন্ট্রোভার্সি। এমন পরিস্থিতিতে তো দ্বিতীয় ছেলের নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে জল্পনা-কল্পনা চলছিল কিন্তু এখন তারা তাদের দ্বিতীয় ছেলের নাম প্রকাশ করেছেন।





ছোট ছেলের নাম জেহ। তাইমুর আলি খান এর ভাই এর পুরো নাম নিয়ে আলোচনা চলতে থাকে এবং কারিনার বইটি বের হওয়ার পর থেকে আরও বিরাট আকার ধারণ করে এই আলোচনা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে করে নাই তাদের ছেলের নাম রেখেছেন জাহাঙ্গীর আলি খান এ ঘটনা উঠে আসছে সোশ্যাল মিডিয়া থেকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সাইফ-কারিনার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।





প্রতিবেদনে বলা হয়েছে তৈমুর আলী খানকে বাড়িতে টিমটিমে বলা হয়। একইভাবে জাহাঙ্গীরের বাড়ির নাম জেহ। জাহাঙ্গীর ছিলেন মুঘল সম্রাট আকবরের পুত্র এবং যার আসল নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ সেলিম এবং জাহাঙ্গীর একটি পারসি শব্দ যার অর্থ সমগ্র বিশ্বে রাজা। সাইফ এবং কারিনা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের ছেলের নাম ঘোষণা করেনি এবং তাদের ছোট ছেলের ছবি ও এখনো প্রকাশ হয়নি।।




