




বর্তমান ইন্টারনেটের যুগে প্রায়দিনই কোনো নতুন মুখ বা ভিডিও ভাইরাল হতেই থাকে। ইন্টারনেট -এর সুবিধা যেমন আছে পাশাপাশি অসুবিধাও আছে। মানুষ অনেক সময় তথ্য যাচাই না করে যেকোনো কিছু বিশ্বাস করে নেয়। তা সে কোনো রোগের ব্যপারে হোক বা কোনো মানুষকে নিয়ে। এখন ইন্টারনেট ব্যবহার না করলে মানুষকে পিছিয়ে যেতে হবে অনেক।





লকডাউনের কারণে এখন পড়াশোনাতেও প্রয়োজন ইন্টারনেট কনেকশান -এর। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারি। এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেমন অনেক কিছু জানতে পারি তেমনই মজাদার অনেক ভিডিও দেখতে পারি। সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়।





তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ রক্ষার সহজতর মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে কিছু কিছু খারাপ দিকও প্রকাশ পাচ্ছে। বর্তমানে আমাদের সামনে এমন কিছু ভিডিও চলে আসে যা আমাদের অবাক করে দেয়। সাপ-ঈগলের যুদ্ধ থেকে ব্যাং সাপ কে খাচ্ছে ইত্যাদি সবই মেলে সোশ্যাল মিডিয়ায়।





এই ধরণের ভিডিও অনেককে আনন্দ দিলেও কেউ কেউ আছে যাঁরা এই ধরনের ভিডিও -র সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে সাপ এমন এক প্রাণী যাকে আমরা সকলেই কম-বেশি ভয় পেয়ে থাকি। পুরাণ, কল্প-কাহিনিতে আমরা দুমুখো সাপের কথা শুনেছি কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।





যেখানে দেখা যাচ্ছে সত্যি সত্যিই এই যুগে দুমুখো সাপ আছে। জঙ্গলে দেখা গেছে সেই সাপটিকে। দেখা যাচ্ছে যে এই দুমুখো সাপটি তার দুটো মাথা দিয়ে দুটি ইঁদুর কে খাচ্ছে। এই সাপটি সম্বন্ধে বেশি কিছু জানা যায়নি। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ফেসবুকে ‘ইন্ডিয়া টুডে’ নামক একটি পেজ থেকে। আপনি ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটি দেখুন এবং জানান আপনার ভিডিওটি কেমন লাগলো।।