




বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছোট থেকে বড় সবাই করছে। সোশ্যাল মিডিয়া বলতে মূলত আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এদেরই বুঝি। এইসব সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ অচেনা মানুষও চেনা হচ্ছে আর বহু বছর পুরনো বন্ধুরাও আবার এক হতে পারছে। অনেক সমস্যার সমাধানও এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সহজে হতে পারছে।





এই লকডাউনের পরিস্থিতিতে অনেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে নিজের অনলাইন বিজনেস এস্টাবলিশ করছেন। এখন না শুধু খবরের কাগজ, টিভি আর রেডিও তে বিজ্ঞাপন দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেও নিজের কাজের বিজ্ঞাপন দিচ্ছেন অনেকেই। বরং খবরের কাগজ, টিভি আর রেডিওর তুলনায় সোশ্যাল মিডিয়াতেই মানুষ বিজ্ঞাপন বেশি দেখে থাকেন। এই সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে থাকে।





বিশেষ করে মানুষ অবসর সময়ে পশুপাখিদের ভিডিও দেখতে পছন্দ করছেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই নিজের প্রতিভার মাধ্যমে টাকাও রোজগার করে থাকেন। কেউ নাচের ভিডিও, গানের ভিডিও আবার কেউ হাস্যকৌতুকের ভিডিও এমনকি কেউ কেউ তো পড়াশোনার ভিডিও আপলোড করে থাকেন। এমনকি স্টাডি মেটেরিয়ালও আজকাল সোশ্যাল মিডিয়ায় পাওয়া সম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই বই, জামা-কাপড়, সাজার জিনিস, প্রত্যহ ব্যবহৃত প্রায় সব জিনিসই কিনে থাকেন।





এতে যেমন বাড়িতে বসে সহজেই ক্রেতা জিনিস পাচ্ছেন তেমনি বিক্রেতাদেরও বিক্রি বাড়ছে। আপনি চাইলে আপনার প্রতিভার বিকাশও এই সোশ্যাল মিডিয়াতে করতে পারেন আবার অনলাইন বিজনেসও শুরু করতে পারেন। বর্তমানে একটি পুরোনো ভিডিও ইউটিউবে ভাইরাল হচ্ছে। যেখানে একটি সাপুড়ের সাহসিকতা ও মানবিক দিক প্রকাশ পেয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাড়িতে 3 টি বিষধর কোবরা সাপ ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষেরা ভয় পেয়ে যায়।





একজন ব্যক্তি তো একটি সাপ কে মারধরও করেন। কিন্তু তবুও যখন ওই সাপগুলোকে বাড়ি থেকে বের করা সম্ভব হচ্ছিল না তখন সাপুড়ে ডাকা হয়। সাপুড়েটি অনেক সাহসিকতার সাথে সাপগুলিকে বাড়ি থেকে বের করেন এবং নিরাপদে ছেড়ে দিয়ে আসেন। যে সাপটিকে মারধর করা হয়েছিল তারও পরিচর্যা করেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ভিউয়াররা সাপুড়েটির প্রভূত প্রশংসা করেছেন। সাপুড়েটির এই মানবিক দিক সত্যিই প্রশংসার যোগ্য। তিনি এই ভিডিওটিতে বার্তাও দেন যে- সাপ খুবই নিরীহ প্রাণী।





তারা প্রাণ বাঁচানোর তাগিদে হামলা করে থাকে। তাই তাদের মারধর না করে বরং সাপুড়ে বা সর্প রক্ষা সংস্থাকে ডাকা উচিৎ। আপনারা চাইলে এই ভিডিওটি ইউটিউবে দেখতে পারেন। ভিডিওটি এক বছর আগে MIRZA MD ARIF নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ভিডিওটি এই পর্যন্ত এক কোটির বেশি মানুষ দেখেছেন, এক লাখের বেশি মানুষ লাইক করেছেন এবং তিন হাজারের বেশি মানুষ ভিডিওটিতে কমেন্ট করেছেন। বহু মানুষ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েছেন।।