




বলিউড এমন একটি জায়গা যেখানে বেশিরভাগটাই নেপোটিজমে ভরে আছে। কিছু শক্তিশালী মানুষ এটি কে কন্ট্রোল করে। তারা তাদের ইচ্ছামতো নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেন কিংবা তাদের ক্যারিয়ার নষ্ট করে দেন। বলিউডে এখন বেশিরভাগ স্টার কিডসরাই অ্যাকটিং করে। হ্যাঁ তবে এটিও নয় সেখানে স্টার কিড ছাড়া সাধারণ ঘরের কোন ছেলে বা মেয়ে সেখানে নেই,





কিন্তু তারা অনেক স্ট্রাগল করে এই জায়গাটি অর্জন করেছে। এমনই কিছু শক্তিশালী মানুষের মধ্যে পরেন সালমান খান তার ফ্যানেদের ভাইজান। যাই হোক, যদিও আমরা এখানে সালমান খান এর কথা বলছি না। এখন আবার বলিউডে স্টার কিডস এন্ট্রি চলছে। সম্প্রতি করন জোহর আনুষ্ঠানিকভাবে শানায়া কাপুর এর আত্মপ্রকাশের কথা জানিয়েছেন।





সূত্র মারফত জানা গেছে সালমান খানের ভাগ্নি বলিউডে পা রাখতে চলেছে। এই ছবিটিতে প্রধান অভিনেতা হিসেবে কাজ করতে চলেছেন সানি দেওয়ালের ছেলে তিনিও এই ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছে। সানি দেওয়ালের ছেলে বহুদিন ধরেই বলিউড মুভি করার চেষ্টা করছেন অবশেষে তার সুযোগ এসেছে। জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি ও খুব তাড়াতাড়ি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে।।




