




বলিউডের সুপারস্টার করিনা কাপুর খান সম্প্রতি হয়েছেন দ্বিতীয় পুত্র সন্তানের মা। একদিকে কাজ ও অন্যদিকে দুই সন্তানের জননী হাওয়ার দায়িত্ব এক সাথেই সামাল দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে করিনা কাপুরের লেখা “প্রেগনেন্সি বাইবেল” নামক একটি বই যেখানে তিনি তার প্রেগনেন্সি জার্নির খুটিনাটি বিষয় তুলে ধরেছেন। এই বইতেই জানা যায় একবার এক ফটোশুটে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বেবো। মাতৃত্বের বিরল অনুভূতি তিনি তুলে ধরেছেন এই বইটিতে।





আবার নতুন মায়েদের জন্য বেশ কিছু টিপসও শেয়ার করেছেন তিনি তার বইতে। তৈমুর ও জেহ উভয়ই যখন তার গর্ভে ছিল সেই সময়ে তিনি কাজ করে গেছেন। তৈমুর গর্ভে থাকাকালীন বলিউডের বিভিন্ন মিথকে তিনি ভেঙেছেন। প্রেগনেন্সির সময়কার তার বিভিন্ন লুক ভাইরাল হয়েছে। অনেকেই তা দেখে ভেবেছেন প্রেগনেন্সির সময় এত গ্ল্যামারাস কি করে থাকেন বেগম খান। তিনি প্রতিনিয়ত শরীর চর্চা করতেন।





কিন্তু এটাই তার গ্ল্যামার হওয়ার কারণ নয়। তিনি তাঁর বইতে জানিয়েছেন বাইরে থেকে দেখে অনেকেই তাকে গ্ল্যামারাস মনে করলেও, প্রেগনেন্সির সময় তিনি গ্ল্যামারাস ফিল করেন নি। তিনিও আর পাঁচটা প্রেগনেন্ট মহিলার মতোই মুড সুইং এর শিকার হয়েছেন। বিকেল 5 টা বাজলে তার ভীষণ ঘুম পেত আর এই সময় তার খিদেও খুব পেত। কাজ করতে করতে তিনি খুব দ্রুতই টায়ার্ড ফিল করতেন। কিন্তু তবুও তিনি সবসময় চেষ্টা করতেন যেন বাইরে থেকে তাকে গ্ল্যামারাস লাগে।





তার লেখা “প্রেগনেন্সি বাইবেল” নামক বইটি পড়ে হয়তো আপনাদের মুখে হাসি ফুটতে পারে। প্রসঙ্গত বলে রাখি সাইফ আলী খানের সঙ্গে তার 2012 সালে বিয়ে হয়। সাইফ তার থেকে 10 বছরের বড়। করিনা সাইফ এর দ্বিতীয় স্ত্রী। সাইফ এর প্রথম স্ত্রীর সাথে তার দুটি সন্তানও আছে। 2016 সালে সাইফ ও করিনার কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান তৈমুর আলি খান। এরপর 2021 এ আসে তাদের দ্বিতীয় সন্তান জেহ।।




