




যদি আপনাকে বলা হয় 10 বছর ধরে একটি কুকুর নদী থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করছে, তাহলে কি আপনি অবাক হবেন? সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর নদী থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করছে। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্লাস্টিক, পলিথিন, লোহার তৈরি জিনিস কে ছড়িয়ে ফেলি। এই ধরনের নানা অপচনশীল বর্জ্য পদার্থ প্রতিনিয়ত আমাদের পরিবেশকে দূষিত করে চলেছে।





বর্জ্য পদার্থ পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে অনেক রকমের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র পৌরসভার পক্ষে এত বেশি বর্জ্যপদার্থ নিষ্ক্রিয় করা সম্ভব হয়ে ওঠে না যদি না আমরা সেই সমস্ত বর্জ্য পদার্থ গুলিকে সঠিক জায়গায় ফেলি। আমরা অনেক সময় দেখি কেউ কেউ যেখানে সেখানে বর্জ্য পদার্থ ব্যবহার করে ফেলে দিচ্ছে, আমরাও হয়তো কখনও না কখনও অলসতার কারণে করে থাকি।





কিন্তু পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এসব বর্জ্য পদার্থ নিষ্ক্রিয় করা একান্তভাবে প্রয়োজনীয়। আমাদেরকে এসব বিষয়ে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। অনেক সময়ই দেখা যায় কিছু অবলা জীব এমন কাজ করে দেখায় যা প্রকৃতপক্ষে আমাদের কর্তব্য। চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় এই সুন্দর পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য আমাদের কর্তব্য গুলিকে।





সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চীনের কোন এক জায়গায় একটি কুকুর নদী থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলছে। কুকুরটি গড়ে প্রতিদিন কুড়ি থেকে ত্রিশটি বোতল এরকম ভাবেই ডাস্টবিনে ফেলে থাকে। কুকুরটি এখনও পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি প্লাস্টিক বোতল এইভাবে নদী থেকে কুড়িয়ে এনে একটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছে। চিনের একটি গণমাধ্যম এই ঘটনাটি তাদের পেপারে প্রকাশও করে।





কুকুরটির এই নিরলস প্রচেষ্টা দেখে অনেকেই সচেতন হতে শুরু করেছে এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য পদার্থ ফেলাও শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কুকুরটির জন্য দুঃখ প্রকাশ করেছেন অনেকে। আবার সেখানে অনেকেই নিজের ভুল শোধরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। আমাদের উচিত সচেতনতা বৃদ্ধি করে সুন্দর পৃথিবীর যে কল্পনা তা বাস্তবে পরিণত করার চেষ্টা করা। আপনাদের কী মনে হয় আমাদের জানান।।