




বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই যেন হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদন প্রদান করে থাকে তা সে গানের মাধ্যমে হোক বা নাচের মাধ্যমে। এখন আর কাউকেই নিজের প্রতিভা বিসর্জন দিতে হবে না পূর্বের মতো। এখন চাইলেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারে অনেকেই।





তা করছেও অনেকজনই। আর তা ভাইরালও হচ্ছে। আমরা আমাদের অলস সময় কাটানোর জন্য অনেক সময়ই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে হাসির ভিডিও, দুঃখের ভিডিও, নাচের ভিডিও, গানের ভিডিও দেখে থাকি। সোশ্যাল মিডিয়াতে আমারা না শুধুমাত্র বিনোদন পাই এছাড়াও আমরা অনেক ধরনের সাহায্য পাই।





বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়তো দেখে থাকবেন কিভাবে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার ব্যবহারে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। এখনতো ডাক্তারের প্রয়োজনেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায়। আবার অনেকে একাকীত্ব কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করে। অনেকে আবার নিজের সারাদিনের খুঁটিনাটি জিনিস ভাগ করে নেয় সোশ্যাল মিডিয়ায়।





অনেক জিনিসই সহজে ভাইরাল হয়ে যায় এখানে। কিভাবে কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ না রেখেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা করা যায় তাও আমরা এই পরিস্থিতিতে জানতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার যেমন প্রচুর ভালো দিক আছে তেমনি এর অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে।





সেসব সম্পর্কে সবাই জানলেও সোশ্যাল মিডিয়া এখন মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই সহজ হয়ে গেছে তা আমরা অস্বীকার করতে পারব না। প্রতিনিয়ত ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে আজ আমরা কথা বলব একটি ভিডিওটি নিয়ে। একটি গানের ভিডিওটিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অনু মালিক এর বানানো একটি নতুন গান অরুনিতা নামে একজন প্রতিযোগী খুব সুন্দর ভাবে গেয়ে শোনাচ্ছে।





সে বরাবরই খুব ভালো গান গায়। কিন্তু অনু মালিক তাকে তার একটি নতুন গানের লিরিক্স একটুখানি গেয়ে শোনানোর পর তাকে গাইতে বললে সে নিখুঁতভাবে গেয়ে শোনায়। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে গানটি বিচারকদের প্রত্যেকেরই ভালো লেগেছে। বলে রাখি এই রিয়েলিটি শো এর মঞ্চ থেকে বহু নামিদামি গায়কেরা বেরিয়েছে।





অরুনিতার গলায় অনু মালিক এর গান দর্শকদের মুগ্ধ করেছে। সেট ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটি। প্রায় 10 লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকেই প্রশংসা করেছেন তার গাওয়া গানের। যদি আপনি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন সেট ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে। আর আমাদের জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অরুনিতার গান সম্পর্কে।।




