




২০২০ সাল! এক ভাইরাসের প্রকোপ আর হঠাৎ লকডাউন! কী মনে পড়ে সেই সময়ের কথা! কো-রো-না ম-হা-মা-রি-র কারণে বহু মানুষ আপনজনদের হারিয়েছে আর লকডাউনের কারণে অনেকে হারিয়েছে রোজগার। আজ আমরা এমন একজনের কথা আপনাদের বলব যে রোজগার হারিয়ে ভেঙে পড়েনি বরং আয়ের নতুন রাস্তা খুঁজেছে।





আজ আমরা আপনাদের বলব ভুবনেশ্বরের স্মৃতিরেখার কথা। স্মৃতিরেখা এক প্লে এবং নার্সারি স্কুলে শিক্ষকতা করত। কো-রো-নার কারণে লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। যার কারণে স্মৃতিরেখার চাকরি চলে গিয়ে আয় বন্ধ হয়ে যায়। তার স্বামী যেখানে কাজ করত সেখান থেকেও মাইনে না আসায় তাদের আয় পুরো বন্ধ হয়ে যায়।





এরপর স্মৃতিরেখা অনেক চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে সমর্থ হয় না। তাদের পরিবারে দুই মেয়ে সহ আরও অন্যান্য মানুষ ছিল। যাদের পুরো দায়িত্ব চলে আসে স্মৃতিরেখার ওপর। কোনো উপায় না পেয়ে সে ভুবনেশ্বর নগর নিগমে যোগাযোগ করে। এরপর বিএমসি তে “মু সাফাইকর্মী” র নোংরা বহনকারী ট্রাকের ড্রাইভারের পদে নিযুক্ত হয়।





এই কাজ করেই সে নিজের সংসার চালায়। এই কঠিন সময়ে হার না মেনে বুদ্ধির সাথে সব দিক সামলানোর চেষ্টা করে। যদিও এইসব ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই মাথা কাজ করে না কিন্তু স্মৃতিরেখা প্রমাণ করে দেয় নারী চাইলে সব করতে পারে আর সৎ পথে করা কোনো কাজই ছোটো নয়। আমরা স্মৃতিরেখার এই চিন্তাধারাকে সম্মান জানাই।।




