




গঙ্গা নদী বহু মানুষের পাপ ধুয়েছে। এই নদীর জলের ধার্মিক মহত্ত্ব বিদ্যমান। ভারতের বহু শহর, গ্রাম গঙ্গা নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীকে পরিষ্কার রাখার জন্য সরকার থেকে বহু প্রচেষ্টা নেওয়া হয়। গঙ্গা নদী দর্শনের জন্য বহু দূর দূর থেকে পর্যটকেরা এসে থাকেন। আপনাদের এমন পাঁচ জায়গার কথা বলব যেখানে পরিষ্কার গঙ্গা নদী বিরাজমান।





গঙ্গোত্রী- উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গোত্রী নামক একটি ছোটো গ্রাম আছে। এখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আপনি এখানে গঙ্গার ক্রমাগত বয়ে চলা দেখতে দেখতে পুরো দিন কাটাতে পারবেন।





বদ্রীনাথ- গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী বদ্রীনাথ এসে পৌঁছায়। বদ্রীনাথে গঙ্গাকে দেখে চোখে তৃপ্তি লাভ হয়।





দেবপ্রয়াগ- বদ্রীনাথের থেকে এগিয়ে গঙ্গা দেবপ্রয়াগে আসে। এখানে ভাগিরথী ও অলোকানন্দা নদীও দেখা যেতে পারে। এখানে তিন নদীর মিলনের ফলে গঙ্গা এক নতুন স্বরূপ দেখা যায়।





ঋষিকেশ- দেবপ্রয়াগ থেকে বৃহৎ রূপ ধারণ করে গঙ্গা ঋষিকেশে এসে পৌঁছায়। এখানে গঙ্গার এক অশান্ত রূপ দেখা যায়।





হরিদ্বার- ঋষিকেশের পর গঙ্গা নদী হরিদ্বারে এসে পৌঁছায়। এখানে বহু পর্যটক ও ধার্মিক মানুষেরা ডুব দিতে আসেন। ক্রমাগত বেড়ে চলা জলদূষণের কারণে বহু জায়গায় গঙ্গার জল ব্যবহারের যোগ্য থাকছে না। এই কারণে সরকারকে বহু পদক্ষেপ গ্রহণ করতে হয়।।




