




বিয়ে প্রতিটা মানুষের জীবনের একটা বিশেষ মুহুর্ত। বিয়ে জীবনে একবারই হয় সাধারণত। তাই মানুষ সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার যথাসাধ্য চেষ্টা করে। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন বলিউড স্টাররা কোনো অনুষ্ঠানে গেছে বা কোনো বিয়ে বাড়িতে পারফরম্যান্স করছে।





আপনাদের হয়তো মনে হয়েছে বলিউড স্টাররা তাদের ফ্যানদের সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করে। আসলে কিন্তু তা না। কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা পারিশ্রমিক নেয়। আজ আপনাদের এমনই কিছু বলিউড স্টারদের কথা বলব।





দিপীকা পাদুকোন- বলিউডের অভিনেত্রীদের মধ্যে দিপীকা পাদুকোন এখন উচ্চ স্তরে রয়েছে। সম্পন্ন পরিবারের লোকেরা দিপীকা পাদুকোন কে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আগ্রহী হয়ে থাকে। আপনিও যদি কখনও দিপীকাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করতে চান তবে জেনে রাখতে পারেন তার পারিশ্রমিক সম্পর্কে। দিপীকা কোনো বিয়ে বা পার্টিতে যাওয়ার জন্য ১ কোটি টাকা নিয়ে থাকে।





প্রিয়াঙ্কা চোপড়া- প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন অভিনেত্রী যে বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের ছাপ রেখেছে। প্রিয়াঙ্কা চোপড়া যেকোনো বিয়ে বা পার্টিতে সময় দেওয়ার জন্য ২ থেকে আড়াই কোটি টাকা নিয়ে থাকে।
অনুষ্কা শর্মা- বলিউডের বিখ্যাত অভিনেত্রী অনুষ্কা শর্মাকে অনেকেই বিয়ের অনুষ্ঠানে নিয়ে যেতে চায়। তাই তার চাহিদাও অনেক বেশি। আপনাদের বলে রাখি অনুষ্কা শর্মা বিয়ের অনুষ্ঠান বা কোনো পার্টিতে যাওয়ার জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা নিয়ে থাকে।





ক্যাটরিনা ক্যাফ- ক্যাটরিনা ক্যাফ বিয়ে এবং ইন্টারন্যাশনাল ইভেন্টে পারফরম্যান্স করে থাকে। এই পারফরম্যান্স -এর জন্য তাকে ২ থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক দিতে হয়। কিন্তু কেবলমাত্র গেস্ট এপিরিয়েন্স -এর জন্য ১ কোটি থেকে ২ কোটি টাকা দিতে হয়।





অক্ষয় কুমার- অক্ষয় কুমার কে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ দিতে হলে জেনে নিন আপনাকে ২ থেকে ৩ কোটি টাকা দিতে হবে তাকে পারিশ্রমিক হিসেবে।





শাহরুখ খান- বলিউডের কিং খানের কোনো পার্টি বা বিবাহ অনুষ্ঠান এটেণ্ড করার পারিশ্রমিক ৩ থেকে ৪ কোটি টাকা হয়ে থাকে।।




