




টলিউডে বর্তমানে চলছে সম্পর্কের টানাপোড়েন। কাঞ্চন-পিঙ্কি, নিখিল-নুসরাত আর রোশন-শ্রাবন্তীর সম্পর্ক বর্তমানে হ’ট টপিক টলিপাড়ায়। শ্রাবন্তী আর রোশনের সম্পর্কের পরিণতির কথা তো রোশনের ইন্সটাগ্রাম থেকে বহু আগেই সবাই আন্দাজ করতে পেরেছিল। বর্তমানে এক ছবিতে এক হাতে গ-জরা আর অন্য হাতে ম-দে-র বোতল নিয়ে দেখা যায় রোশনকে।





এই ছবি অবশ্য রোশন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। এরপর থেকেই গুঞ্জন ওঠে তবে কি শ্রাবন্তীর কারণেই আজ দেবদাস হতে হয়েছে রোশন কে? বলে রাখি শ্রাবন্তীর সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে আদালতের দ্বারস্থ হন রোশন। স্ত্রী কে তিনি ছাড়তে চাননা এমনই দাবি করেছেন রোশন।





কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে শ্রাবন্তীর মন মজেছে ব্যবসায়ী অভিরূপের প্রেমে। তাই নায়িকা স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক শেষ করার আগে ভেবেও দেখতে চাইছেন না একবার। অভিরূপের জন্মদিন পরিবারের সাথে মিলে সেলিব্রেটও করেছেন শ্রাবন্তী। বিধানসভা ভোটের আগেই তাঁদের সম্পর্কের সূত্রপাত।





অভিরূপ ছিলেন শ্রাবন্তীর প্রচার সঙ্গীও তবে কি অভিরূপের সাথে নয়া সম্পর্কের কারণে কষ্ট পেয়েই ম-দে-র আশ্রয় নিয়েছেন রোশন? এমন প্রশ্ন অনেকেই তুলেছেন। ইন্সটাগ্রামে আরও একটি ছবি শেয়ার করেছেন রোশন যেখানে দেখা যাচ্ছে একটি পুরুষ হাত একটি নারী হাতে ক-ণ্ডো-ম দিচ্ছে যাতে আছে জন্মের প্রতীক। কী আছে এই ছবিতে এমন যা রোশন বোঝাতে চাইছেন? আপনাদের মন্তব্য আমাদের জানান।।




