Breaking News

মাত্র নয় মাস বয়সেই বাবার গাড়ি চালাচ্ছে ছোট্ট ইউভান.. ভাইরাল সোশ্যাল মিডিয়ায় রাজ-পুত্র

টলিউডের বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর সন্তান ইউভান। তারকা দম্পতির সন্তান হওয়ায় জন্ম থেকেই লাইমলাইট তাকে ঘিরে রেখেছে। এখন থেকেই তার অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। তার প্রতিটা ছবি, ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে খুব দ্রুত ভাইরাল হয়।

আর প্রশংসিতও হয়। এদিন এক অন্য রূপে দেখা গেল ইউভানকে। বাবার কোলে বসে বন্ধ গাড়ির স্টেয়ারিং ঘোরাতে দেখা যায় ইউভানকে। ভিডিওটি তাঁর অনুগামীদের সাথে শেয়ার করেন শুভশ্রী। এরপরই ঐ একরত্তি শিশুর ওপর শুরু হয় ক্রমাগত কটাক্ষের বর্ষণ।

অনেকেই বলেছেন ইউভান সোনার চামচ মুখে জন্মেছে আবার কেউ বলেছে বর্তমান সময়ে লোকে খেতে পাচ্ছেনা আর তাঁরা মজা করছেন। ঐটুকু শিশু শুধু খেলছিল গাড়ি নিয়ে তাতেই বহু নেট-নাগরিকের অসুবিধা হয়ে গেছে।

অবশ্য এমন অনেকে আছেন যাঁরা সত্যিটা উপলব্ধি করতে পেরেছেন আর কটাক্ষ না করে ভিডিওটি এনজয় করেছেন। ভিডিওটিতে ইউভানের হাসির প্রশংসা করেছে অনেকে। আসলে বাচ্চারা নিজেদের অজান্তেই বহু মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

এইটুকু বয়সে ইউভানের স্মার্টনেসে মুগ্ধ হয়েছেন অনেকে। বিশ্ব পরিবেশ দিবসে এই নয় মাসের খুদে মায়ের সাথে গাছ পুঁতেছিল এবং নিজের হাতে জল দিয়ে বেশ মজাও পেয়েছিল।

বহু মানুষ ইউভানকে বড়ো হওয়ার আর্শীবাদ দিয়েছেন। ইউভানের হাতে বাইকের চাবিও দিয়েছিলেন রাজ। আপনাদের কী মনে হয় ইউভানকে কটাক্ষ করার আদতে কোনো প্রয়োজন ছিল? যদি ভিডিওটি না দেখে থাকেন দেখে নিতে পারেন।।

About Web Desk

Check Also

বিস্ময়কর ঘটনা: ৪ হাত-পা ওয়ালা শিশু জন্ম নিতেই গ্রামে ঘটে গেলো এই ঘটনা!

প্রকৃতির এক অনন্য রূপ দেখা গেলো সোমবার বিহারের কাটিহার সদর হাসপাতালে। যেখানে চার হাত-পা বিশিষ্ট …

Leave a Reply

Your email address will not be published.