টলিউডে কন্ট্রোভার্সি হবে আর সেখানে শ্রাবন্তী চ্যাটার্জির নাম থাকবে না! তা কি করে সম্ভব। এবারও বিতর্কে জড়ালেন শ্রাবন্তী। বিগত কয়েক বছর ধরেই টলিউডের বিতর্কিত নায়িকাদের শীর্ষে নাম আছে শ্রাবন্তী চ্যাটার্জির। কখনও তাঁর ছেলের সাথে আপত্তিকর ছবি হোক বা একাধিক সম্পর্ক নিয়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি।
তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁকে সমালোচিত হতে হলেও তৃতীয় বিয়ে থেকে তাঁকে নিয়ে চলেছে দেদার ট্রোল। অনেকে তাঁর চ-রি-ত্র নিয়েও করেছিল প্রশ্ন। অবশ্য তাঁর অনুগামীরা তাঁর পাশে ছিল। কিন্তু এখন যেন তাঁর অনুগামীরাও তাঁকে সাপোর্ট করতে চাইছে না। তাঁর কারণ চতুর্থ সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী।
আর সেই সম্পর্কের কথা বাড়িতেও জানিয়েছেন। বাড়ির মত নিয়েই প্রতিবার বিয়ের পীড়িতে বসেছেন সুন্দরী অভিনেত্রী। তবে কি চতুর্থ বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী? এই জল্পনা কল্পনার পাশাপাশি শুরু হয়ে গেল নতুন ট্রোল শ্রাবন্তীকে নিয়ে। তিনি নিজের ফটোশুট -এর একটি ভিডিও তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেন।
ব্যস শুরু হয়ে গেল কটাক্ষ। কোন্ কুক্ষণে যে তিনি সেই ভিডিও শেয়ার করলেন! আসলে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বলিউডের একটি গান এই সমালোচনার মূল কারণ। শুধুমাত্র গানের জন্য ট্রোলের শিকার! অবাক হচ্ছেন তো। গানের সারমর্ম ছিল প্রেম ধোঁকার কারণ।
বলিউডের বিখ্যাত গান “দিল কো হাজারবার টোকা….” এই গানের কারণে হতে হচ্ছে ট্রোল। অনেকের মতে তিনবার বিয়ের পর প্রেম তাঁর কাছে “ধোঁকা”! হাস্যকর। এত কটাক্ষের পরও অভিনেত্রী স্পিকটি নট। তিনি এখন চতুর্থ বিয়ের স্বপ্নে বিভোর, তাই হয়তো কোনো সমালোচনাই তাঁর মনকে স্পর্শ করতে পারে না। আপনাদের কী মনে হয় এই নিয়ে?