




বলিউডের নামকরা এক্টর মিঠুন চক্রবর্তী গত ১৬ ই জুন ৭১ বছরে পা দিলেন। তিনি বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা। সূত্র অনুযায়ী গতবছর নভেম্বরে মিঠুন চক্রবর্তী বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম “দ্য কাশ্মীর ফাইল্স” এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন।





সেই সময় একটি অ্যাকশন সিনের শুটিং চলছিল। তিনি সেই সিনটি শুট করতে যান। সেই সিনে পুরো ফোকাস মিঠুন চক্রবর্তীর ওপরই থাকার কথা ছিল, তিনি সব জেনেও অসুস্থতা নিয়ে শুটিং চালু রাখতে চান। অনেক বোঝানোর পর তিনি ব্রেক নেন, তারপর সেই সিনের শুটিং করেন।





২০১৯ -এ ডান্স রিয়ালিটি শো “সুপারডান্সার চ্যাপ্টার ৩” তে যখন মিঠুন অতিথি হয়ে আসেন তখন তিনি জানান তাঁর ছেলে-মেয়েরা তাঁকে বাবা বলে ডাকে না। আসলে এক কনটেসটেন্ট জানায় সে তার বাবাকে খুব ভালোবাসে তাই তাঁকে সে “ব্রো” বলে ডাকে। তখন মিঠুন জানান তাঁর ছেলে-মেয়েরা বাবা নয় মিঠুন বলে ডাকে।





তিনি আরও জানান তাঁর ছেলে মিমো চার বছর বয়স পর্যন্ত কথা বলতে পারত না। একদিন তাকে মিঠুন বলতে বলা হয়, সে তা বলতে পারে। এরপর থেকেই সে মিঠুন চক্রবর্তীকে মিঠুন বলেই ডাকা শুরু করে। এরপর মিঠুন চক্রবর্তীর আরও দুই ছেলে হয় তারাও মিঠুন বলেই ডাকতে শুরু করে।





শেষে আসে তাঁর মেয়ে। মেয়ের মনে হতে থাকে তার দাদারা যদি নাম ধরে ডাকতে পারে তবে সে কেন পারবে না। তারপর থেকে সেও মিঠুন বলেই ডাকতে থাকে। বড়ো হয়ে যাওয়ার পরেও তারা সবাই মিঠুন বলেই ডাকে। মিঠুন চক্রবর্তী বলেন তার সাথে তার ছেলে মেয়েদের বন্ধুত্বের সম্পর্ক।





মিঠুন চক্রবর্তী হিন্দির পাশাপাশি বাংলা, তেলেগু, উড়িয়া, ভোজপুরি ও পাঞ্জাবি ভাষায় সাড়ে তিনশোরও বেশি সিনেমাতে কাজ করেন। ৮০ -র দশকে মিঠুন চক্রবর্তী অ্যাকশন ফিল্মের পাশাপাশি রোমান্স ও পারিবারিক ফিল্মেও অভিনয় করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন ফিল্মের শুটিং-এ ব্যস্ত থাকেন।।




