




বিতর্ক আর বলিউড যেন একে অপরকে ছেড়ে থাকতে পারে না। বলিউডের সাথে বিতর্ক ওতোপ্রত ভাবে জড়িয়ে আছে। কখনও কোনো নায়ক-নায়িকার বেফাঁস কথা তাঁকে করে দেয় সমালোচনার শিকার। হয়তো কোনো এক সময় কোনো নায়ক-নায়িকা কিছু বলে ফেলেছে তা বর্তমান লকডাউনের বাজারে ভাইরাল হচ্ছে।





আজ আমরা আপনাদের বলব বলিউডের বেবো, করিণা কপুর খানের ব্যাপারে। যাঁকে বেগম খানও বলা হয়। বর্তমানে করিণা দুই সন্তানের জননী, কিন্তু নিজের ফিটনেস আর ফ্যাশন নিয়ে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না। এবার তিনি উঠে এসেছেন ভাইরালের শিরোনামে। কফি উইথ করণের এক এপিসোড সম্প্রতি ভাইরাল হয়েছে।





তার কারণ বেগম খানের করা একটি মন্তব্য। তিনি করণের এক প্রশ্নে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি বড় কারোর সাথে প্রেম করতে পারবেন না। তখনই প্রশ্ন উঠে আসে তবে তিনি তাঁর থেকে বয়সে বড় স্যাফকে কেন বিয়ে করলেন? এই প্রশ্নের জবাব পেতে আপনাকে পুরো এপিসোড টি দেখতে হবে।





আসলে করিণা “উই আর ফ্যামিলি” সিনেমার প্রমোশনে “কফি উইথ করণ” নামের এক সেলিব্রিটি টক-শো তে যান। যেখানে হোস্ট করণ তাঁকে প্রশ্ন করেন বড় পর্দায় যদি অনেক বড় কারোর সাথে তাঁকে প্রেম করতে বলা হয় তবে তিনি কী করবেন? তার উত্তরে করিণা বলেন তিনি বয়স্ক কারোর সাথে প্রেম করতে চান না। তিনি এর পাশাপাশি বলেন সইফ আলি খান তাঁর থেকে ১০ বছরের বড়, এর থেকে বয়স্ক কাউকে তিনি সামলাতে পারবেন না। আর তাঁর আগ্রহও নেই।।




