




বিয়ে নিয়ে সব মেয়েরই কিছু স্বপ্ন থাকে। বিয়ের মধ্যে দিয়ে যখন তাঁরা নতুন জীবনে প্রবেশ করে তার সাথে সাথেই নিজের বাবা-মা এর সাথে তাঁদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। বাবা-মা কে ছেড়ে চলে যাওয়ার কারণে মেয়েরা বিদায় -এর সময় কাঁদে। আজ আমরা ১০ জল বলিউডের অভিনেত্রীর কথা বলব যাঁরা বাবা-মাকে ছেড়ে আসার সময় ভীষণ কেঁদেছেন।





১| সামান্থা আক্কিনেনি- এই অভিনেত্রীর সাউথ ইন্ডিয়ান নায়ক নাগা চৈতন্যর সাথে বিয়ে হয়। নিজের বাড়ি ছেড়ে আসার সময় তিনি অনেক কাঁদেন। ২| ইশা দেওল- ধর্মেন্দ্র আর হেমা মালিনীর মেয়ে ইশা দেওল তাঁর বিদায়ের সময় ভীষণ কেঁদেছিলেন।





৩| অনুষ্কা শর্মা- এই ফেমাস বলিউড অভিনেত্রী তাঁর বিয়ের সময় চোখের জল আটকাতে পারেননি। ৪| করিশ্মা কপুর- বিয়ের সময় তাঁকে আনন্দে দেখা গেলেও, বিয়ের পর তিনি ইমোশনাল হয়ে যান।





৫| কাজল অগ্রবাল- বাবা-মাকে ছেড়ে আসার সময় এই অভিনেত্রী ভীষণ দুঃখ পান। ৬| ঐশ্বর্য রাই- অভিষেক বচ্চন এর সাথে বিয়ের সময় তিনি খুশি থাকলেও শ্বশুর বাড়ি যাবার সময় তিনি ভেঙে পড়েন।





৭| মোহেনা কুমারী- রীবার রাজকুমারী মোহেনা সিং শ্বশুর বাড়ি যাবার সময় মাকে জড়িয়ে খুব কাঁদেন। ৮| সোনম কপুর- বিদায়ের সময় তাঁর কান্নার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।





৯| বিপাশা বসু- ২০১৯ এ বিপাশার করণ সিং গ্রোভার এর সাথে বিয়ে হয়। বিদায় এর সময় তাঁকে কাঁদতে দেখা যায়। ১০| নেহা ধুপীয়া- নেহা বিয়ে করেন অভিনেতা অঙ্গদ বেদীকে। বিদায়ের সময় তিনি ভীষণ কাঁদেন। সেই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।।




