




সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই কিছু না কিছু ভিডিও ভাইরাল হতে থাকে। সোশ্যাল মিডিয়ার দুটি জনপ্রিয় প্লাটফর্ম হল ফেসবুকে এবং ইউটিউব। সোশ্যাল মিডিয়ায় শুধু যে মানুষের ভিডিও ভাইরাল হয় তা নয়, অনেক সময় বিভিন্ন পশু, পাখির মজার ভিডিও ভাইরাল হয়, আবার অনেক অবাক করা ভিডিও ভাইরাল হয়।





এমন অনেক ভিডিও আমরা দেখি যা দেখে আমরা হতবাক হয়ে যাই এবং মজা লাগে। সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে সাথে অনেক পশু পাখির ভিডিও ভাইরাল হয়। তারাও কোন অংশে পিছিয়ে নেই। আমরা সাপ, বাঁদর, কুকুর এবং আরো প্রানীর ভিডিও দেখি। আমরা এমন অনেক ভিডিও দেখি যেখানে দেখা যায় পশুপাখিরা মানুষকে সাহায্য করছে,





যেমন কুকুর রা বাচ্চাদের বা বয়স্ক মানুষদের রাস্তা পার করিয়ে দিচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা হাঁস এবং তার বাচ্চাদের রাস্তা পার করতে সাহায্য করছে। মহিলাটি রাস্তায় গাড়ি গুলিকে দাঁড় করিয়ে তাঁদেরকে রাস্তা পার করাচ্ছে।





এই ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকের ‘NTD Telivision’ নামক একটি পেজ থেকে। এই ভিডিওটি এখনো পর্যন্ত 47 হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং 1.2 মিলিয়ন ভিউজ পেয়েছে। ভিডিওটিতে অনেকেই এই মহলেরই প্রশংসা করেছেন আবার অনেকে অনেক মজার কমেন্ট ও করেছেন।।