




দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কার্যকর হচ্ছে কিছু নতুন নিয়ম। ব্যাংক ও এটিএম থেকে টাকা তোলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হল এই ব্যাংকের তরফ থেকে। আগামী জুলাই মাস থেকে মূলত জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট -এর ক্ষেত্রে এই নয়া নিয়ম থেকে চালু হচ্ছে।





যাতে সাধারণ মানুষেরা খুব সহজেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, তার জন্যই SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের এই সুবিধা চালু করেছে। এছাড়া অ্যাকাউন্ট খোলার সময় ব্যাঙ্ক থেকে এটিএম ও ডেবিট কার্ড দেওয়া হয়। এই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, মাসে 4 বার এটিএম বা ব্যাংক থেকে টাকা তুললে, তার জন্য গ্রাহকদেরকে কোন টাকা দিতে হবে না।





কিন্তু 4 বারের বেশি প্রত্যেকটা লেনদেনই 15 টাকা করে চার্জ দিতে হবে। তবে আর্থিক নয়, এমন কোনও লেনদেনের ক্ষেত্রে টাকা খরচ করতে হবে না। এছাড়াও, এই ব্যাংকের তরফ থেকে চেকবইয়ের দামেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আসলে, প্রত্যেক বছরই ব্যাংকের তরফ থেকে 10 পাতার একটি চেক বই বিনামূল্যে গ্রাহকদের দেওয়া হয়।





তবে, এরপর থেকে গ্রাহকদেরকে নিজেদেরই চেক বই কিনতে হবে। এক্ষেত্রে একটি 10 পাতার চেকবইয়ের দাম হবে 40 টাকা এবং 25 পাতার চেকবইয়ের দাম হবে 75 টাকা। তবে জরুরি ভিত্তিতে এই 10 পাতার চেকবইকেও 50 টাকায় কিনতে হতে পারে। এই মহামারীর পরিস্থিতিতে, SBI ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংক থেকেও টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে।।




