




IAS প্রাঞ্জল পাটিল এর success story: চোখ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যে অন্ধ সেই বুঝতে পারে এ ই অমূল্য অঙ্গ দুইটি কত মূল্যবান। নেত্র হীন ব্যক্তির IAS পরীক্ষা য় উত্তীর্ণ হওয়া খুব গৌরব এর কথা। প্রাঞ্জল এর পরিশ্রম আর একাগ্রতা র কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। আজ আমরা যার কাহানী লিখছি সে হলেন আমাদের দেশের প্রথম নেত্রহীন IAS অধিকারী। বেশির ভাগ লোক এই পরীক্ষা য় উত্তীর্ণ হতে পারে না। প্রাঞ্জল এর টো চোখ হী নেই।





আসুন জেনে নেওয়া যাক এই পরীক্ষা য় কিভাব উত্তীর্ণ হলো প্রাঞ্জল। মহারাষ্ট্র রাজ্যের ছোট্ট একটি শহর উল্লাস নগর সেখানে থাকতো প্রাঞ্জল । পড়াশোনা র খুব শক ছিল ছোটো থেকেই। ছোটো বেলা য় অর চোখ দুটি একদম ঠিক ছিল। অ্যাকসিডেন্ট এর পর ওর জীবন টা বদলে যায়।যখন প্রাঞ্জল ক্লাস six এ পড় তো তখন খেলতে খেলতে সহপাঠী তার চোখে পেন্সিল ঢুকিয়ে দিল তখন একটা চোখ খারাপ হয়ে গেছিল।





তার ২ বছরে র মধ্যে আরেকটা চোখ ও চলে যায়। তারপর একটু ভেঙে পরে ছিলেন। কিন্তু হার মানেনি। খুব পরিশ্রম করে IAS হয়। অন্যের ওপর ভরসা না করে ব্রেন লিপির মাধ্যমেই আবার পড়াশোনা শুরু করে। খুব মন দিয়ে পড়াশোনা করে।এক technology র সাহায্য ও পড়াশোনা করতো একটা software মাধ্যমে ও শুনে শুনে পড়ত। ওই software টা টে pdf দিয়ে দিলে software টা পড়ে শুনিয়ে দিত এভাবে IAS er janya তৈরি হয়েছিলো।





প্রাঞ্জল দশম শ্রেণী মুম্বাই এর ফাদার এর কমলা মেহতা স্কুল থেকে করেছিল। এখানেই শিখেছিল ব্রেন লিপি। তারপর চান্ডবাই কলেজ থেকে ১২ পাস করে। আর সেন্ট জিভায়োর থেকে graduation টা করে। দিল্লী র JNU থেকে এম এ , এম ফিল, PHD ডিগ্রী নেয়। তখন থেকেই স্বপ্ন ছিল আইএএস হওয়ার তাই তখই থেকেই পরীক্ষার জন্য তৈরী হচ্ছিলো।এছাডাও ও বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষা দিলো। পাস করলেও নেত্র হীন হওয়ার জন্য চাকরি গুলো হইনি। ২০১৭ টে IAS officer হয় এবং এখন তিরুবন্দাপুরা তে কেরোল এ কার্যরত আছেন।




